দল বদলে বিজেপি থেকে এসেছিলেন তৃণমূলে। তৎকালীন জীবনসঙ্গী সৌমিত্র খানের সঙ্গে প্রথমে দূরত্ব আসে। মাস খানেক আগেই বিচ্ছেদ হয়েছে, ফের বিয়ের পিঁড়িতে সুজাতা? তৃণমূল নেত্রীর পোস্ট করা একটি রিল নিয়ে ফের চর্চা শুরু রাজনীতির ময়দানে।
কনের সাজে একটি রিল পোস্ট করেছেন সুজাতা। একেবারে নতুন বউয়ের সাজ। তাহলে কি প্রাক্তনের সঙ্গে বিচ্ছদের পর দ্বিতীয়বার বিয়ে করলেন নেত্রী? সেই ব্যাপারে এখনও মুখ খোলেননি প্রকাশ্যে। পাত্রের নামও অজানা।
Deepika Padukone: 'বেশরম' বিতর্কে এত ঠান্ডা থাকলেন কীভাবে, ব্যাডমিন্টনকেই সব কৃতিত্ব দিলেন দীপিকা
২০১৬-এ চারহাত এক হয়েছিল সৌমিত্র-সুজাতার। বিজেপি নেতার হয়ে ২০১৯-এ লোকসভা নির্বাচনে প্রচারও করেছিলেন স্ত্রী সুজাতা। ২০২০-এর শেষে সম্পর্কের সমীকরণ বদলে যায়। শিবির বদলে ত্রিন্মুলে যোগ দেন সুজাতা। তারপরই বিবাহবিচ্ছেদের আবেদন করেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক সৌমিত্র খান।