বিজেপি নেতা সৌমিত্র খাঁয়ের সঙ্গে সুজাতা মণ্ডলের ডিভোর্সে সম্প্রতি সিলমোহর দিয়েছে বাঁকুড়া জেলা আদালত। এবার কি তবে নতুন কারও হাত ধরে বাকি জীবনটা বাঁচবেন সুজাতা? নাকি রইবেন একাই? বাঁকুড়া জেলা আদালতে এসে সেই জল্পনাই উস্কে দিলেন তৃণমূল নেত্রী৷ এবার কি নতুন জীবন? সুজাতার ছোট্ট উত্তর 'ক্রমশ প্রকাশ্য'। দিন কয়েক আগেই কনের বেশে মাথা ভর্তি সিঁদুর আর চন্দনে সেজে রিল পোস্ট করেছিলেন সুজাতা। তখন থেকেই তাঁর বিয়ে নিয়ে শুরু হয়েছিল চর্চা।
শনিবার বাঁকুড়া জেলা আদালতে ডিভোর্সের শংসাপত্র সংগ্রহ করতে এসে সুজাতা এও বলেন, "বিষাক্ত একটি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পেরে এখন নিজেকে অনেকটাই মুক্ত মনে হচ্ছে। অনেক হালকা লাগছে।"
Jitendra Tiwari Arrest : উত্তরপ্রদেশের নয়ডা থেকে গ্রেফতার আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি
উল্লেখ্য, ২০১৬-এ চারহাত এক হয়েছিল সৌমিত্র-সুজাতার। বিজেপি নেতার হয়ে ২০১৯-এ লোকসভা নির্বাচনে প্রচারও করেছিলেন স্ত্রী সুজাতা। ২০২০-এর শেষে সম্পর্কের সমীকরণ বদলে যায়। শিবির বদলে ত্রিন্মুলে যোগ দেন সুজাতা। তারপরই বিবাহবিচ্ছেদের আবেদন করেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক সৌমিত্র খাঁ।