প্রচার সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে তৃণমূল নেত্রী সুজাতা মন্ডলের গাড়ি। জানা গিয়েছে, একটি মোটর বাইকের সঙ্গে সংঘর্ষ হয় তৃণমূল নেত্রীর গাড়ি।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় জয়পুর থানার পুলিশ। যদিও নেত্রী সুজাতা মণ্ডল ওই গাড়িতে ছিলেন না। তবে, দুর্ঘটনায় তাঁর গাড়ির চালক এবং দেহরক্ষীর আহত হয়েছেন।
পঞ্চায়েত ভোটে জয়পুরের জেলা পরিষদের ৪৪ নম্বর আসনে তৃণমূলের প্রার্থী হয়েছেন সুজাতা। শুক্রবার তিনি উত্তরবাড় পঞ্চায়েত এলাকায় প্রচারে গিয়েছিলেন। দলীয় কার্যালয়ে ফেরার পথে দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন - ফোন করে অভিযোগ জানানো যাবে বাহিনীকে, দাবি শুভেন্দুর
দুর্ঘটনার পরেই আহতদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। যদিও প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে, সামান্য ক্ষতি হয়েছে গাড়িটির।