ইডির বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ তুললেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। পাশাপাশি অসাংবিধানিক উপায়েও জেরা করার অভিযোগ করেছেন তিনি।
বিচারভবনে একটি চিঠি পাঠিয়েছেন কালীঘাটের কাকু। সেখানে তিনি লিখেছেন, জেরা করার সময় অসাংবিধানিক উপায়ে চাপ দেওয়া হচ্ছে। এমনকী, তাঁর বিরুদ্ধে যা যা অভিযোগ রয়েছে সব স্বীকার করে নেওয়ার জন্যও চাপ দিচ্ছেন ইডি আধিকারিকরা।
চিঠিতে কালীঘাটের কাকু অভিযোগ করেছেন, হেফাজতে থাকার সময় দেখা করতে এসেছিলেন তাঁর আইনজীবী সেলিম রহমান। কিন্তু তাঁকে ফিরিয়ে দিয়েছে ED।