সোমবার সশরীরে হাজিরা এড়ালেন 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্র। সিবিআইয়ের সমন পেয়েও তিনি নিজাম প্যালেসে যাননি বলেই খবর। বদলে তাঁর আইনজীবী সমস্ত প্রয়োজনীয় নথিসহ এদিন সিবিআই দফতরে যান।
নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের হাত ধরেই সুজয় ভদ্রের সন্ধান পান তদন্তকারীরা। প্রথমবার সিবিআইয়ের তলব পেতেই নিজাম প্যালেসে যান 'কালীঘাটের কাকু'। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে সোমবারের হাজিরা এড়িয়ে যান সুজয়কৃষ্ণ ভদ্র।