স্ত্রীর মৃত্যুর পর প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু-কে । এবার সেই মেয়াদ আরও বাড়ানো হল । স্ত্রীর পারলৌকিক ক্রিয়াকর্মের জন্য সুজয়ের প্যারোলে মুক্তির মেয়াদ আরও ১৬ দিন বাড়ানো হয়েছে । তবে, সুজয়বাবুকে মানতে হবে তিনটি শর্ত ।
১৬ জুলাই পর্যন্ত জেলের বাইরে থাকবেন সুজয় । আর তাঁর সঙ্গে থাকবেন ইডির এক অফিসার । এছাড়া, পারলৌকিক ক্রিয়াকর্মের জন্য কোথাও গেলেও তাঁকে ১০ কিলোমিটারের মধ্যে থাকতে হবে । তাঁর সঙ্গে থাকতে পারবেন পরিবারের সদস্যরাও । আর তৃতীয় শর্ত হল ১০ কিলোমিটারের মধ্যে কোথাও যেতে হলে তা ইডিকে ৪৮ ঘণ্টা আগে জানাতে হবে । ১৭ জুলাই ফের প্রেসিডেন্সি জেলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে 'কালীঘাটের কাকু'-কে ।