এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হল 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্রকে (Sujaykrishna Bhadra) । প্যারোল শেষে জেলে ফেরার দিন তিনি অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় সোমবার।
এসএসকেএম (SSKM) সূত্রে জানা গিয়েছে, কালীঘাটের কাকুর বুকে পেসমেকার বসানো রয়েছে। বুকে ব্যথার উপসর্গ নিয়ে সোমবার দুপুরে এসএসকেএমে কার্ডিওলজি বিভাগে যান তিনি। তবে শারীরিক পরীক্ষায় সুজয়কৃষ্ণের হৃদরোগজনিত কোনও সমস্যা ধরা পড়েনি। তাঁকে এমার্জেন্সি ওয়ার্ডে রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ডিহাইড্রেশন এবং রক্তচাপজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি।
Sujay Krishna Bhadra : 'কালীঘাটের কাকু'-র প্যারোলে মুক্তির মেয়াদ বাড়ল, তবে মানতে হবে তিনটি শর্ত
সম্প্রতি মৃত্যু হয়েছে সুজয়কৃষ্ণের স্ত্রী বানী ভদ্রের। এরপর জামিনের আবেদন করলেও সুজয়কৃষ্ণকে জামিন দেওয়া হয়নি। স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন করার জন্য সংশোধনাগারের তরফে প্যারলে মুক্তি দেওয়া হয়। ১৬ জুলাই পর্যন্ত সেই প্যারোলের সময়সীমা ছিল। ১৭ তারিখ সংশোধনাগারে ফেরার কথা ছিল। তার আগেই অসুস্থ হয়ে পড়লেন তিনি।