অসুস্থ হয়ে বেঁচে থাকতে চান অনুব্রত, বেশিদিন পারবেন না। শুক্রবার তারাপীঠ(Tarapith) থেকে তৃণমূল নেতার অসুস্থতা নিয়ে এভাবেই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumder)। তাঁর ইঙ্গিত, কেন্দ্রীয় তদন্তকারীদের এড়াতেই হাসপাতালে রয়েছেন তিনি। উল্লেখ্য, আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
বৃহস্পতিবার দেউচা-পাচামিতে(Deucha Pachami) ‘উচ্ছেদ বিরোধী’ পদযাত্রায় পা মেলান বালুরঘাটের বিজেপি সাংসদ(BJP MP)। রাতে ছিলেন তারাপীঠের একটি হোটেলে। শুক্রবার সকাল ৯ টা নাগাদ হোটেল থেকে তারাপীঠ মন্দিরে যান সুকান্ত। সুকান্তের কথায়, ‘‘বেশ কিছুদিন অসুস্থ থাকবেন উনি (অনুব্রত)। আমরা জানি তো, অসুস্থ হয়েই বাঁচার চেষ্টা করবেন। তবে এটুকু বলতে পারি, বেশি দিন বাঁচতে পারবেন না।’’
সম্প্রতি সিবিআই(CBI) গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি(TMC Birbhum District President)। তারপর গত ৬ এপ্রিল এসএসকেএম(SSKM) ভর্তি করানো হয় তাঁকে। পরে হাসপাতাল থেকে ছাড়া পেলেও গত বুধবার রাতে তাঁর আবার বুকে ব্যথা শুরু হয়। এরপরই বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে(Anubrata Mondal)।