বিজেপির নবান্ন অভিযানের (BJP Nabanna Abhijaan) ঘটনায় শুভেন্দুকে (Suvendu Adhikari) ‘পুরুষ পছন্দ করা নেতা’ বলে মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । এবার সেই মন্তব্যকে ‘নিম্নরুচির’ আখ্যা দিয়ে অভিষেকের শিক্ষা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mazumdar) । তাঁর অভিযোগ, বিরোধী দলনেতাকে ‘বিলো দ্য বেল্ট হিট’ করা হয়েছে ।
বুধবার সাংবাদিক বৈঠক করে সুকান্ত মজুমদার বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বিরোধী দলনেতাকে নিয়ে যে ধরনের নিম্নরুচির কথাবার্তা বলেছেন, ‘বিলো দ্য বেল্ট হিট’ করেছেন, তা তাঁর শিক্ষা ও সংস্কৃতির পরিচয়বাহক।"
আরও পড়ুন, BJP Nabanna Abhijaan : পুলিশের গাড়ি জ্বালানোয় অভিযুক্তের সঙ্গে মন্ত্রী নিশীথের ছবি প্রকাশ তৃণমূলের
বিজেপির নবান্ন অভিযানের সময় সংঘর্ষে আহত কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে দেখতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । এসএসকেএম থেকে বেরিয়ে অভিষেকের বক্তব্যে উঠে আসে মহিলা পুলিশ গায়ে হাতে দেওয়ার প্রসঙ্গ । ঘটনায় শুভেন্দুকে আক্রমণ করে তৃণমূল নেতা বলেন, "একজন মহিলা পুলিশ কর্মী ওনাকে (শুভেন্দু) অনুরোধ করে ভ্যানে উঠতে বলেছিলেন। উনি শুনে বলেন, আমি ‘মেলস’ আপনি মহিলা। ডোন্ট টাচ মি। এখন বুঝতে পারছি, সুদীপ্ত সেন যদি পুরুষ না হয়ে মহিলা হতেন, অর্থাৎ সুদীপ্তা হতেন, তা হলে ওনার কাছ থেকে তিনি টাকা নিতেন না। বা নারদ স্টিং কাণ্ডে ম্যাথু স্যামুয়েল না গিয়ে যদি অ্যাঞ্জেলিনা স্যামুয়েল যেতেন তা হলেও উনি টাকা নিতেন না।’’ পাশাপাশি, শুভেন্দুকে পুরুষ পছন্দ করেন বলেও মন্তব্য করেন তিনি।