৭ দফায় ভোটগ্রহণ হবে পশ্চিমবঙ্গে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাল BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যদিও ৮ দফায় ভোট হবে বলে আশাবাদী ছিলেন তিনি। তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভোট করানোর কথা জানিয়েছে। এর ফলে স্বচ্ছভাবেই ভোটগ্রহণ পর্ব মিটবে বলে আশাবাদী তিনি।
কী বললেন সুকান্ত মজুমদার?
এবার ৭ দফা ভোট গ্রহণ করা হবে। প্রতি দফায় কেন্দ্রীয় বাহিনী থাকবে। কারণ প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোটগ্রহণ সম্ভব নয়। আমি স্বাগত জানাচ্ছি ৭ দফা ভোট গ্রহণকে। যদিও আমি আশা করেছিলাম ৮ দফায় ভোট গ্রহণ।