সন্দেশখালি ইস্যুকে জাতীয় স্তরে পৌঁছে দিতে তৎপর BJP। শনিবার সন্ধের সময় দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে এনিয়ে বক্তব্য রাখবেন BJP রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সূত্রের খবর, শনিবার দুপুরেই দিল্লির উদ্দেশে রওনা দেবেন তিনি।
কোথায় বক্তব্য রাখবেন সুকান্ত?
জানা গিয়েছে, JNU-র শিপ্রা হস্টেলের হল ঘরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন পড়ুয়ারা। ওই অনুষ্ঠানেই সন্দেশখালিতে ঘটে যাওয়া ঘটনা এবং সেখানকার বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন সুকান্ত মজুমদার। বাংলা সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনে এই সংক্রান্ত একটি খবর প্রকাশ হয়েছে।
গত কয়েকদিন ধরে সন্দেশখালি পরিস্থিতি নিয়ে উত্তপ্ত রাজ্য ও জাতীয় রাজনীতি। প্রায় প্রতিদিন কোনও না কোনও BJP নেতা সন্দেশখালি ঢোকার চেষ্টা করছেন। এবং দিল্লিতে কেন্দ্রীয় নেতারা জাতীয় সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখছেন। এই পরিস্থিতি লোকসভা নির্বাচনে এই ইস্যু থেকে লাভ পেতে চাইছে গেরুয়া শিবির।
এদিকে মার্চ মাসের প্রথম সপ্তাহেই তিনবার রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে সন্দেশখালির নির্যাতিতারা উপস্থিত থাকতে পারেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের সাক্ষাৎও হতে পারে।
সূত্রের খবর JNU-র অনুষ্ঠানটি আয়োজন করেছে ABVP। যদিও ওই সংগঠনের নামে সম্মেলন হচ্ছে না বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে।