দিলীপ ঘোষের (Dilip Ghosh) পর এবার সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। ফের একবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI) তদন্ত নিয়ে অসন্তোষ বিজেপিতে (BJP)। ভোট পরবর্তী হিংসা মামলার (Post Poll Violence Case) তদন্তে সিবিআই ঢিলেমি দিয়েছে বলেই কার্যত দাবি করলেন সুকান্ত। তাঁর কথায়, "ভোট পরবর্তী সন্ত্রাস-মামলায় সিবিআইয়ের আরও দ্রুত তদন্ত করা উচিত ছিল। সিবিআই দ্রুত তদন্ত করলে আরও বেশি গ্রেফতার হত।"
শনিবার বীরভূমের একাধিক জায়গায় তল্লাশি চালাতে দেখা গিয়েছে সিবিআইকে। ভোট পরবর্তী হিংসা মামলায় তিন জনকে গ্রেফতার করেছে তারা। ওই তিন জন তৃণমূল কর্মী এবং গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে সিবিআই সূত্রে খবর।
সিবিআই তদন্তে ক্ষুব্ধ সুকান্ত বলেন, "আরও তাড়াতাড়ি কাজ করলে আমরা খুশি হতাম। অনেক দিন হয়ে গেল, এক বছর পার হয়ে গিয়েছে। এত দেরি করে গ্রেফতার হচ্ছে। আরও আগে গ্রেফতার হলে খুশি হতাম। CBI-এর তৎপরতা আরও দ্রুত হলে আমরা খুশি হব।"