হাওড়ার বাজেকদমতলায় গিয়ে গঙ্গা আরতি করবেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, কথা ছিল সেরকমই। মঙ্গলবার বিকেলে আচমকাই স্থান বদলে বাবুঘাটে গিয়ে গঙ্গা আরতি করলেন সুকান্ত। পুলিশের বাহিনী দাঁড়িয়েই রইল বাজেকদমতলায়! গঙ্গারতি শেষে সুকান্ত বললেন, ‘‘যা বলেছিলাম, তাই করেছি।’’
মঙ্গলবার বিকেলে নেতাজি ইন্ডোরের সামনে গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করেন সুকান্ত এবং রাজ্য বিজেপির কর্মী-সমর্থকেরা। বাজে কদমতলার দিকে না গিয়ে সুকান্ত চলে যান বাবুঘাটে। গঙ্গা আরতি সারেন সেখানেই। পুলিশ চাইলে তাকে গ্রেফতার করতে পারে, বলেন সুকান্ত।
বাবুঘাট থেকে বাজেকদমতলার দিকে এগোনোর সময় দলের কর্মী-সমর্থকদের একটা অংশকে আটক করে পুলিশ ভ্যানে তোলে। সেই ভ্যানের সামনেই সুকান্ত বসে পড়ায় ভ্যান এগোতেও পারেনি।
Hrithik Roshan-Saba Azad Wedding: জন্মদিনেই এল সুখবর, বছর শেষেই বিয়ের পিঁড়িতে হৃত্বিক-সাবা ?
মঙ্গলবার গঙ্গার মঙ্গল চেয়ে বাবুঘাটে গঙ্গাপুজোর অনুমতি চেয়েছিল বিজেপি। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। কিন্তু পুলিশ সেই অনুমতি দেয়নি। পুলিশের তরফে বিবৃতিতে বলা হয়েছিল, গঙ্গাসাগর মেলার আবহে বাবুঘাট এলাকায় ইতিমধ্যে পুণ্যার্থীদের একটা বড় অংশ জড়ো হতে শুরু করেছেন। মঙ্গলবারেও তার অন্যথা হবে না। ফলে তার মাঝে বিজেপির প্রস্তাবিত কর্মসূচি আয়োজিত হলে শহরের রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হবে। পুণ্যার্থীদের গতিবিধি নিয়ন্ত্রণ করতেও সমস্যার মুখে পড়বে পুলিশ। পুলিশ আরও জানিয়েছিল, ৯ জানুয়ারি থেকে কলকাতায় জি২০ সম্মেলন শুরু। চলবে ১১ তারিখ পর্যন্ত। সেখানে ব্যস্ত থাকবে পুলিশ। ফলে ১০ তারিখ, মঙ্গলবার বিজেপির কর্মসূচির অনুমতি দেওয়া সম্ভব নয়।