এবার ফিরহাদ হাকিমকেও ভিতরে পাঠানো হবে। বৃহস্পতিবার এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার একথা বলার পরই কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। সিবিআই বা ইডিকে আদতে বিজেপিই চালাচ্ছে বলে ফের একবার সরব হয়েছে ঘাসফুল শিবির।
বৃহস্পতিবার বহরমপুরে একটি প্রতিবাদ সভায় যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর বক্তব্য তৃণমূল নেতাদের গ্রেফতারির প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, ‘পার্থ বাবু আর অনুব্রত মণ্ডল প্রতিযোগিতা করছেন। বারবার তাঁরা ডাক্তারখানায় যাচ্ছেন। তাই এবার হেকিমকে ভিতরে ঢোকাতে হবে।’ এরপরই তিনি উপস্থিত দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, তৃণমূলে একজন হাকিম আছে জানেন তো? সমর্থকদের মধ্যে থেকে উত্তর আসে ‘ফিরহাদ হাকিম’। এরপরই ফের সুকান্ত বলেন, ‘তাঁকেও প্রস্তুত হতে বলুন। তাঁকেও আমরা ভিতরে ঢোকানোর ব্যবস্থা করব। কাউকে আর হাসপাতালে যেতে হবে না। ভিতরেই হাকিম সাহেব চিকিৎসার ব্যবস্থা করে দেবেন।’
রাজ্যে দুই বড় কেলেঙ্কারিতে নাম জড়ানোর পর গ্রেফতার হয়েছে পার্থ ও অনুব্রত। নিয়োগ দুর্নীতির মামলায় বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও গরু পাচার মামলায় আসানসোল জেলে রয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এরপরই শাসক দলের সঙ্গে দুর্নীতি যোগ নিয়ে নতুন করে সরব হয়েছেন বিরোধীরা।