পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) যতই এগিয়ে আসছে, ততই পারদ চড়ছে রাজ্য রাজনীতির। শাসকদলের বিরুদ্ধে গা-জোয়ারির অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধীরা। সেই সঙ্গে দিচ্ছেন প্রতিরোধ করার হুমকিও। উত্তরবঙ্গে গিয়ে এমনই রণংদেহি মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)।
উত্তর দিনাজপুরের তপনে একটি সভায় বক্তৃতা করেন সুকান্ত৷ সেখানে তিনি বলেন, পশ্চিমবঙ্গে আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস যদি সন্ত্রাস করতে চায়, তাহলে তা প্রতিরোধ করা হবে।
Amitabh Bachchan Covid Positive: করোনা আক্রান্ত বিগ বি, সোশ্যাল মিডিয়ায় জানালেন নিজেই
সুকান্তের কথায়, কেউ যদি ভোট লুট করতে চায়, তাহলে বিজেপির কর্মী সমর্থকরা তাঁদের বন্দুক ভেঙে দেবে। পঞ্চায়েত নির্বাচনের সময় তিনি নিজে জেলায় থাকবেন বলে জানান সুকান্ত। তিনি বলেন, বিজেপি দেখবে তৃণমূলের কে ভোট দানে বাধা দেয়! তাঁর কথায়, "অবাধ নির্বাচন হবে। মানুষ ভোট দেবে তাঁর পছন্দের দলকে। যদি বিজেপির বিপক্ষে ভোট পড়ে, তাহলে মাথা পেতে হার স্বীকার করে নেব।" বিজেপির রাজ্য সভাপতির হুঁশিয়ারি, রাজ্যে আর আগের মত পরিস্থিতি নেই। মানুষ তার অধিকার বুঝে নেবেন।
পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়েও তৃণমূলকে বিঁধেছেন সুকান্ত। তাঁর মন্তব্য, খুব তাড়াতাড়িই পরের পর্ব শুরু হবে। আরো হেভিওয়েট নেতারা জেলে যাবেন।