সাংগঠনিক সভায় যোগ দিতে যাওয়ার পথে বিক্ষোভের(Agitation) মুখে পড়লেন রাজ্য বিজেপি(BJP) সভাপতি সুকান্ত মজুমদার(Sukanata Majaumder)। তাঁর গাড়ি ঘিরে ধরে কালো পতাকা দেখানোর অভিযোগ তৃণমূল(TMC) কর্মীদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে পাল্টা পথ অবরোধ করে বিজেপিও(BJP)।
জানা গেছে, সোমবার কুলপির(Kulpi) রামকৃষ্ণপুরে বিজেপির(BJP) একটি সাংগঠনিক সভা ছিল। সেখানেই রাজ্য সভাপতি সুকান্ত মুজুমদারের(Sukanta Majumder) উপস্থিত থাকার কথা ছিল। সেই অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে কুলপির শ্রীনগর মোড়ে তাঁর গাড়ি আটকায় একদল যুবক। সুকান্তকে কালো পতাকা দেখানো হয়। তাঁর গাড়ি ঘিরে ধরে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। পরে পুলিশ(Police) ঘটনাস্থলে গিয়ে জমায়েত সরিয়ে দেয়।
আরও পড়ুন- BSF : অমৃতসরের পর জলঙ্গি, বচসার জেরে গুলির লড়াই, নিহত দুই জওয়ান
এই ঘটনার প্রতিবাদে রামকৃষ্ণপুর মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে পাল্টা বিক্ষোভে নামে বিজেপি(BJP)। অবরোধ তুলতে গেলে পুলিশের(Police) সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। তবে শেষপর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশাল পুলিশবাহিনী(Police Force)।