অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের জেল হেফাজতের মেয়াদ বাড়ল আরও দুইমাস । এদিন, দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করা হয়েছিল সুকন্যাকে । সেখানেই বিচারপরতির নির্দেশ , আগামী ১২ জুলাই পর্যন্ত তিহাড় জেলে থাকতে হবে অনুব্রত কন্যাকে । তবে, গরমের ছুটির পর আদালত খুললে পরবর্তী শুনানি হবে । অন্যদিকে, একইসঙ্গে মণীশ কোঠারিকেও আরও দুই মাস জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর ।
জানা গিয়েছে, জামিনের আবেদন সুকন্যা মণ্ডল আগেই জানিয়েছেন । সেই মামলার শুনানি হবে ২৬ মে । জামিনের আর্জিতে বলা হয়েছে, সুকন্যার বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে । তাছাড়া, ইডি তাঁর বিরুদ্ধে চার্জশিট দায়ের করেছে ইতিমধ্যেই । তা হলে কেন সুকন্যাকে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হবে ? ভেঙে পড়েছেন অনুব্রত মণ্ডল । তাঁর প্রার্থনা, যেন মেয়েটার তাড়াতাড়ি জামিন হয় । ২৬ মে কী রায় দেন বিচারপতি, সেদিকেই তাকিয়ে বাবা-মেয়ে ।
গত ২৬ এপ্রিল তাঁকে গ্রেফতার করে ইডি । তাঁকে তিন দিন নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হয় । তারপর থেকে সুকন্যা তিহাড় জেলে । সেখানেই বাবা-মেয়ের দেখা হয় । সুকন্যাকে বন্দি অবস্থায় দেখে আবেগ সামলাতে পারেননি অনুব্রত মণ্ডল।মেয়েকে দেখেই বাবা অনুব্রত প্রশ্ন করেন, "তোকে তো দিল্লি আসতে বারণ করেছিলাম। তুই কেন এলি? কার কথায় এলি?" এর আগে মেয়ের গ্রেফতারির খবর পাওয়ার পর ভেঙে পড়েন অনুব্রত। তিনি মন্তব্য করেন, ইডি 'বাহাদুরির কাজ করেনি।' অফিসারদের হাত ধরে বলেন, "আপনার বিবেক বলে কিছু আছে তো নাকি?"