তাঁর বাবা অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর থেকেই নজরে কন্যা সুকন্যা মণ্ডল। তিনি পেশায় প্রাথমিক স্কুলের একজন শিক্ষিকা। তা সত্ত্বেও, কী করে একাধিক রাইস মিল এবং সংস্থার ডিরেক্টর হলেন, ব্যবসায় বিনিয়োগের বিপুল অর্থ তিনি কোথা থেকে পেলেন, সেই সমস্ত তথ্যই তাঁর থেকে জানতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা৷ এই বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। সিবিআই-এর পক্ষ থেকে তাঁর সম্পত্তি সংক্রান্ত তথ্যাদি জানার জন্য একটি নোটিসও পাঠানো হয়েছিল সুকন্যা মণ্ডলকে। এবার সুকন্যার তরফ থেকে সেই সংক্রান্ত নথিই জমা দেওয়া হল সিবিআই দফতরে।
বুধবার নিজাম প্যালেসে সুকন্যা মণ্ডলের সম্পত্তির নথি জমা পড়েছে। তবে নিজে আসেননি তিনি। সূত্রের খবর, মুখ বন্ধ খামে তিনি জানিয়ে দিয়েছেন, তাঁর নামে কী সম্পত্তি আর কত টাকা রয়েছে। গত ৫ বছরের আয়করের হিসেবও জমা দিয়েছেন সুকন্যা।
উল্লেখ্য, গরু পাচার মামলার তদন্তে নেমে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার পরেই তাঁর নামে ও বেনামে থাকা বিভিন্ন সম্পত্তির তালিকা তৈরি করতে শুরু করেছিল সিবিআই৷ বীরভূমের একাধিক রাইস মিলেও হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ যেগুলির মালিক আসলে অনুব্রত মণ্ডল বলেই দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারীদের৷ এই রাইস মিলেরই ডিরেক্টর পদে নাম পাওয়া গিয়েছিল সুকন্যার৷ ডিরেক্টর পদে রয়েছেন অনুব্রত ঘনিষ্ঠ অন্যরাও৷