সুন্দরবনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger) । সেই রাজার জন্য একেবারে রাজকীয় ব্যবস্থা । আর নোনা জলে গা ডোবানো নয়, তার সেবায় রয়েছে ঠান্ডা-মিষ্টি জলের বাথটব । প্রবল গরমে (Summer) দিনে তিনবার করে সেই জলে গা ডুবিয়ে নিচ্ছে । শুধু রাজা নয়, রানির সেবাও চলছে একইভাবে । এমনকী, রাজা-রানির প্রতিদিনের খাবার ডায়েট চাট বানিয়ে দিচ্ছে ভেটেনারি সার্জেন্ট ।
গত কয়েকদিন ধরে গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ । তাপপ্রবাহ চলছে । আর সেই গরম থেকে বাঁচাতে সুন্দরবনের একমাত্র পুনর্বাসন কেন্দ্রে (Sunderban Jharkhali Tiger Rehabitation Center )থাকা রয়্যাল বেঙ্গল টাইগারদের ভাল রাখাটা এখন বনদফতরের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে । ঝড়খালির পুনর্বাসন কেন্দ্রে এই মুহূর্তে দুটি বাঘ, একটি বাঘিনী রয়েছে ।
আরও পড়ুন, West Bengal Weather Update : অবশেষে স্বস্তি, মাসের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস কলকাতায়
দুটি বাঘ ও বাঘিনীকে প্রতিদিন নিয়ম করে খাওয়ানো হচ্ছে ওআরএস মেশানো জল । প্রায় ৭-৮ লিটার জল খাওয়ানো হচ্ছে । শুধু তাই নয়, গরমের কয়েকদিন মেনুতে পরিবর্তন আনা হয়েছে । প্রতিদিন যে ৫-৬ কেজি করে মোষের মাংস দেওয়া হত, তার পরিমাণ কমানো হয়েছে । প্রতিটি বাঘের খাঁচায় রয়েছে দুটি হাইস্পিড ফ্যান ।
প্রত্যেকের জন্য আলাদা আলাদা বাথটাব । প্রায় প্রত্যেক দিন পাল্টানো হচ্ছে সেই জল । দিনে দু-তিন বার করে পাইপের সাহায্যে স্নান করানো হচ্ছে তাদের । যদিও, এতদিন নোনা জলে গা ডোবানোর অভ্যাস ছিল তাদের । তবে এবার নোনাজল নয়, একেবারে পরিস্রুত মিষ্টি জলে নধর শরীরটাকে চাঙ্গা করে নিচ্ছে সুন্দরবনের রাজা । প্রচণ্ড গরমে যাতে শরীর খারাপ না হয়, সেদিকেও নজর রাখা হচ্ছে ।