দোসরা মে থেকে রাজ্যের (West Bengal) স্কুলগুলিতে (School) শুরু হবে গরমের ছুটি (Summer Vacation)। বুধবার নবান্নে প্রশাসনিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই গরমে (Heat) বেশ কিছু শিশু স্কুলে গিয়ে অসুস্থ হয়েছে। সেই খবর তিনি পেয়েছেন বলে এদিন ওই বৈঠকে জানান মুখ্যমন্ত্রী। গরম নিয়ে এদিন প্রশাসনিক বৈঠকে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক কথা বলতে শুরু করলে তাঁকে থামিয়েই দোসরা মে থেকে গরমের ছুটি ঘোষণা করার জন্য স্কুল শিক্ষা দফতরকে (School Education Department) নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কবে স্কুল খুলবে সেটা অবশ্য স্কুল শিক্ষা দফতরকে দেখে নেওয়ার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই গরমের ছুটির নির্দেশিকা জারি করে দিল রাজ্যের স্কুল শিক্ষা দফতর। ২ মে থেকে ১৫ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হল রাজ্যের স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে।
এদিনও তীব্র গরমে (Heat) বেশ কিছু জেলা থেকে শিশুদের অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়। এমনকী আগামী কয়েকদিন যে তাপপ্রবাহ (Heat Wave) চলবে, তাও এদিন পূর্বাভাস দেওয়া হয়। এই পরিস্থিতিতেই প্রশ্ন ওঠে কবে থেকে রাজ্যের স্কুলে গরমের ছুটি শুরু হবে ? সেই উত্তর এদিন প্রসাশনিক বৈঠক থেকে দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
ইতিমধ্যে কলকাতার একটি নামকরা স্কুল তিনদিন অনলাইনে ক্লাস করার সিদ্ধান্ত নিয়েছে। পূর্ব বর্ধমানের জেলা স্কুল দফতর থেকে জানানো হয়েছে, বুধবার থেকে স্কুলের সময় একঘণ্টা এগিয়ে আনা হবে। কারণ রাজ্যের বিভিন্ন জেলা থেকে অভিভাবকদের দাবি স্কুল গুলিতে গরমের ছুটি এগিয়ে আনা হোক।
এরআগে শিক্ষামন্ত্রী (Education Minister) ব্রাত্য বসু বলেছিলেন, “প্রবল গরমের সঙ্গে কি করে মোকাবিলা করতে হবে তা নিয়ে আমরা নির্দেশিকা দিয়েছি। স্কুলের সময় এগিয়ে এনেছি। যদি প্রয়োজন বুঝি তাহলে গরমের ছুটি এগিয়ে আনা হবে।” আবহাওয়া দপ্তর বলছে, সোমবার স্বস্তি দিয়ে সামান্য বৃষ্টি হতে পারে। সেই কথা উল্লেখ করেন ব্রাত্য জানান, “সোম-মঙ্গলবারটা দেখেনি। আরেকটু পরিস্থিতি দেখে নিতে চাই।” মন্ত্রী আরও মনে করিয়ে দিয়েছেন, “করোনার জন্য গত দু’বছর স্কুল বন্ধ ছিল। পড়াশোনায় তার প্রভাব পড়েছে। তাই গরমের ছুটি দেওয়ার আগে আরেকটু পরিস্থিতিটা দেখে নেওয়া দরকার।”