দার্জিলিং এবং কালিম্পংকে বাদ দিয়ে আজ সোমবার থেকে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে চালু হচ্ছে প্রথম দফার গরমের ছুটি। রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই বিজ্ঞপ্তি প্রকাশ করে বিকাশ ভবন। ওই বিজ্ঞপ্তি বলা হয়েছে, গরমের জেরে ১৭ এপ্রিল থেকে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত স্কুল বন্ধই থাকবে। আপাতত শনিবার পর্যন্ত প্রথম দফায় গরমের ছুটির কথা ঘোষণা করা হয়েছে। এই সময়ে স্কুলের সমস্ত শিক্ষাকর্মীর ছুটি থাকবে।
রবিবারই রাজ্যের আবহাওয়া পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই সোমবার থেকে রাজ্যে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। মুখ্যমন্ত্রী এই নির্দেশ পেয়ে নির্দেশিকা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন বিকাশ ভবনের কর্তারা।
বিকাশ ভবন জানিয়েছে, পরবর্তী নির্দেশিকা জারি না করা পর্যন্ত ছুটি থাকবে কলেজ, বিশ্ববিদ্যালয়ে। এই নিয়ে উপাচার্যদের প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।