বড়দিনের ছুটিতে সুন্দরবনে ভিড় পর্যটকদের। একে বড়দিনের ছুটির মেজাজ। আবার সরকারি দফতরে সোমবারও ছুটি। সব মিলিয়ে লম্বা উইকেন্ডে রয়্যাল বেঙ্গল টাইগার দেখার লোভ সামলাতে পারেননি ভ্রমণপিপাসুরা।
শুক্রবার থেকেই তিল ধারণের জায়গা নেই হোটেলগুলিতে। লঞ্চ সফরে সুন্দরবনের ম্যানগ্রোভের জঙ্গলে একাধিক পর্যটকের আনাগোনা। তিনদিনের প্যাকেজে বেশ ভিড় ক্যানিং, সোনাখালি, গোসাবা বা গদখালিতে। ঝড়খালি, সজিনাখালি, পীরখালিতেও ভিড় পর্যটকদের। মাঝেমধ্যেই বাঘের দর্শন পাওয়ায়, পর্যটকদের আগমন আরও বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় হোটেলকর্মীরা।
আরও পড়ুন- বাড়ি ফেরার সময় নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, যুবককে গ্রেফতার করল হাঁসখালি থানা
গত দু'বছর করোনার কারণে পর্যটকদের ভিড় কম থাকলেও এই বছর ভিড় অনেকটাই বেশি। শুধু বড়দিন নয় নতুন বছরের ভিড় থাকবে বলেই আশা করছেন ব্যবসায়ীরা।