ভোট পরবর্তী হিংসা মামলায় সুপ্রিম কোর্টে (Supreme Court) আগাম জামিন পেলেন তৃণমূল নেতা (TMC leader) শেখ সুফিয়ান (Sheikh Sufian) । এর আগে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয় । এরপরই সু্প্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি । এদিন, শীর্ষ আদালত তাঁর জামিনের আর্জি মঞ্জুর করেছে ।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের প্রার্থী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্বাচনী এজেন্ট ছিলেন শেখ সুফিয়ান । নন্দীগ্রামের (Nandigram) বিজেপি কর্মী দেবব্রত মাইতির খুনের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে । ঘটনার তদন্তে নেমে তৃণমূল নেতাকে বেশ কয়েকবার তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা CBI । গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সুফিয়ান । কিন্তু, সেখানে স্বস্তি মেলেনি । এরপর হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শেখ সুফিয়ান ।
আরও পড়ুন, Burdwan shootout: দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে পথ আটকে দুষ্কৃতিদের গুলি, মৃত বর্ধমানের ব্যবসায়ী
গত বছর রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের ঠিক পরের দিন নন্দীগ্রামের বিজেপি নেতা দেবব্রত মাইতির উপরে হামলা চালানো হয় । এসএসকেএম হাসপাতালে বেশ কয়েকদিন চিকিতসাধীন ছিলেন তিনি । পরে তাঁর মৃত্যু হয় ।