গরুপাচার মামলায় সায়গল হোসেনের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। ফলে দিল্লি নিয়ে গিয়ে তাঁকে জেরা করতে কোনও অসুবিধা রইল না ইডির। শুক্রবার দুপুরেই অনুব্রতর দেহরক্ষীকে নিয়ে দিল্লি রওনা হলেন ইডির আধিকারিকরা।
জানা গিয়েছে, দুপুর ৩টে নাগাদ আসানসোল জেল থেকে বের করা হয় সায়গলকে। পর্যাপ্ত নিরাপত্তা দিয়েই তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করেন কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির আধিকারিকরা। সূত্রের খবর, যাত্রাপথে সায়গলের নিরাপত্তায় থাকবেন সিআরপিএফ জওয়ানরা।
উল্লেখ্য, সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে জেরার জন্য আসানসোল আদালতের দ্বারস্থ হয় ইডি। সেখানে তাঁদের আবেদন খারিজ হতে হাইকোর্টে যায় ইডি। সেখানেও সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে জেরার আবেদন বাতিল হয়ে যায়। এরপরেই দিল্লির জেরা এড়াতে সুপ্রিম কোর্টের দারস্থ হয় সায়গল। কিন্তু সেখানে তাঁর আবেদন খারিজ হয়ে যায়।