সুপ্রিম কোর্টে বড় ধাক্কা শুভেন্দু অধিকারীর (Subhendu adhikary)।বিজেপি সাংসদের নন্দীগ্রাম (Nandigram) ভোট গণনা কারচুপি সংক্রান্ত মামলা অন্যত্র সরানোর আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত।
রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু কলকাতা হাই কোর্ট থেকে নন্দীগ্রামে ভোট গণনা মামলা অন্যত্র সরানোর আবেদন জানিয়ে জুলাই মাসে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন। , কলকাতা হাই কোর্টে ওই মামলার নিরপেক্ষ বিচার পাওয়া যাবে না, এই কারণ দেখিয়ে দেশের অন্য যে কোনও হাই কোর্টে এই মামলা সরানোর দাবিতে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু।
TET Recruitment : টেট মামলায় বহাল সিঙ্গল বেঞ্চের নির্দেশ, খারিজ ২৬৯ জনের চাকরি ফেরতের দাবি
বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি হিমা কোহলীর বেঞ্চ, মামলার শুনানির পর শুক্রবার শুভেন্দুর সেই আবেদন খারিজ করে। বেঞ্চের তরফে জানানো হয় ওই মামলা অন্য আদালতে স্থানান্তরিত করা হলে হাই কোর্টের প্রতি মানুষের আস্থা কমবে।