কয়লা পাচারকাণ্ডে নাম জড়ানোর পরই সরিয়ে দেওয়া হল মহম্মদ আলিকে। সিউড়ি থানার আইসিকে বদলি করা হয়েছে বীরভূম জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চে। ১১ এপ্রিল নির্দেশিকা জারি করে পূর্ব বর্ধমান জেলার কোর্ট ইনস্পেক্টর দেবাশিস ঘোষকে সিউড়ি থানার আইসি পদে আনা হয়েছে। উল্লেখ্য, কয়লা পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের আইনি সহায়তা করার অভিযোগে মহম্মদ আলিকে ডেকে পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেইমতো নির্দিষ্ট দিনে তিনি হাজিরা দেন দিল্লির ইডি দফতরে।
জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের একাধিক মামলা লড়ার খরচ যুগিয়েছেন ওই আইসি। সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তাঁকে ইডি ডেকেছিল দিল্লিতে। এছাড়াও অভিযোগ, বেশকিছু প্রভাবশালীর কাছে কয়লা পাচারের টাকা পৌঁছে দিত মহম্মদ আলি। এই ঘটনার পরই পদক্ষেপ নিল জেলা পুলিশ। বদলি করা হল সিউড়ি থানার আইসিকে।