বিজেপিকে দিয়ে তৃণমূলকে(CPIM on TMC-BJP) হটানো সম্ভব বা তৃণমূল দিয়ে বিজেপিকে হটানো— এইরকম কেউ ভেবে থাকলে লাল ঝান্ডার পার্টিতে তাঁর জায়গা নেই। পূর্ব মেদিনীপুরের প্রকাশ্য সভা থেকে এভাবেই বামকর্মী-সমর্থকদের বার্তা দিলেন সূর্যকান্ত মিশ্র(Surya Kanta Mishra on TMC)। পঞ্চায়েত ভোটের আগে 'অনাকাঙ্খিত' জোট নিয়ে এবার 'পথ ভোলা' বাম কর্মী-সমর্থকদের হুঁশিয়ারি দিলেন সিপিআইএমের(CPIM in Contai) প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। যদিও তাঁর এই বার্তা নিয়ে কটাক্ষ করেছে শাসক তৃণমূল। অন্যদিকে, বিজেপির দাবি, সূর্যকান্তের মন্তব্যে ভোটারদের উপর কোনও প্রভাব পড়বে না।
পূর্ব মেদিনীপুরের নন্দকুমার সহ(Nandalumar Co-Operative Election 2023) একাধিক সমবায় নির্বাচনে তৃণমূলকে হারাতে বাম-বিজেপির জোট(Left-BJP Alliance) দেখা গিয়েছিল। যা নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে যায়। পরবর্তীকালে এই বিতর্ক আরও উস্কে দিয়ে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari on CPIM) জানান, ২০২১ বিধানসভা ভোটে তিনি 'বামপন্থী হিন্দুদের' ভোটে জিতেছিলেন। সেকথা মনে করিয়ে দিয়ে এদিনের সভা থেকে সূর্য মিশ্র(Surya Kanta Mishra) জানান, তাঁদের লড়াই তৃণমূল-বিজেপি উভয়েরই বিরুদ্ধে। ফলে যাঁরা তৃণমূলকে হারাতে বিজেপি বা বিজেপিকে হারাতে তৃণমূলের হাত ধরতে চান, তাঁদের জায়গা নেই পার্টিতে।