"হঠাৎ খুব জোরে ধাক্কা লাগল একটা, তারপর বিশাল জোরে একটা আওয়াজ। বার্থ থেকে পড়ে গেলাম আমি। তারপর আর কিছু মনে নেই", বৃহস্পতিবার বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে অভিজ্ঞতা জানালেন ট্রেনেরই এক যাত্রী। চোখে মুখে তখনও ভয়ের রেশ কাটেনি তাঁর।
বৃহস্পতিবার ময়নাগুড়িতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯। আহত আরও ৫০ এর কাছাকাছি যাত্রী। এ দিন বিকেলে দোমহনির কাছে ট্রেনের ১২ টি বগি লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের গ্রামের বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগায়।
সঞ্জয় নামের এক যাত্রীর কথায়, "তখন বিকেল ৫ টা, আমি ফোনে আমার স্ত্রীয়ের সঙ্গে কথা বলছিলাম। একটা জোরে ধাক্কা লাগল, তারপর বিশাল একটা আওয়াজ। বার্থ থেকে পড়ে গেলাম আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, তখন আমায় অ্যাম্বুলেন্সে ঢোকানো হচ্ছে"।
আরেক যাত্রীর কথায়, "আমি মায়ের সঙ্গে চা খাচ্ছিলাম। একটা খুব জোরে আওয়াজ, আর ধাক্কা, ওপরের বার্থের মাল পত্তর সব আমাদের ওপর এসে পড়তে থাকল। স্থানীয়রা আমায় উদ্ধার করে, কিন্তু মাকে এখনও পাওয়া যায়নি"।