পুলিশের হাতে ধরা পড়েও নির্বিকার ছিল বহরমপুরের সুতপা চৌধুরী(Sutapa Chowdhury) খুনে অভিযুক্ত সুশান্ত। কিন্তু পুলিশি হেফাজতে থাকার পর থেকেই মেজাজ বদল হচ্ছে তার। রাতভর দাঁতে কাটেনি এক দানা খাবারও। বার বার ফুঁপিয়ে কেঁদে উঠছে। পুলিশি জেরায় মুখ খুলছে না ‘খুনি’। এমনকি সে আত্মহত্যার হুমকিও দিয়েছে বলে তদন্তকারীদের দাবি।
প্রথমদিকে সুশান্তের (Sushant Chowdhury) আচরণ দেখে নির্লিপ্ত, অনুতাপহীন মনে হলেও এখন তদন্তকারীদের মনে হচ্ছে, সে অনুতপ্ত। সব মিলিয়ে সুশান্তর মানসিক অবস্থা নিয়ে কিছুটা ধন্দে তদন্তকারীরা।
মঙ্গলবার সুশান্তকে ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। তার পর থেকে বহরমপুর থানাতেই রয়েছে সে। তদন্তকারীদের মতে, পুলিশ হেফাজতে আসার পর থেকে মুখে কুলুপ এঁটেছে সুশান্ত।
পুলিশের হাতে ধরা পড়েই সুশান্তর প্রশ্ন, 'ও কি বেঁচে আছে'?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত বেশ কয়েক বার আত্মহত্যা করার হুমকি দিয়েছে। তাকে মানসিক ভাবে চাঙ্গা করে তুলতে মনোবিদের পরামর্শ নেওয়া হবে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, পুলিশ হেফাজতে সুশান্ত বার বার ফুঁপিয়ে কেঁদে উঠেছে। মঙ্গলবার সারা দিনে মুড়ি ছাড়া কিছুই খাওয়ানো যায়নি তাকে।