বহরমপুরে ছাত্রী খুনের(Murshidabad Murder Update) তদন্ত যত এগোচ্ছে, ততই বিস্মিত হচ্ছেন পুলিশকর্তারা। এবার তদন্তে নতুন মোড়। জানা গেছে, মাংস বিক্রেতাদের সঙ্গে কথা বলে ছুরি কেনে অভিযুক্ত সুশান্ত চৌধুরী(Sushanta Chowdhury)। পুলিশ সুত্রে খবর, ছুরি সম্পর্কে খোঁজখবর নিতে মাংস বিক্রেতাদের সঙ্গে সুশান্ত প্রথমে যোগাযোগ করে। নিজে মাংসের দোকান খুলবে বলে বিক্রেতাদের জানিয়েছিল সে।
সুতপাকে খুনের(Sutapa Chowdhury Murder Update) ২৪ ঘণ্টা আগে মালদহের রথবাড়ি থেকে ছুরি কিনেছিল সুশান্ত। আর অনলাইন ওয়েবসাইট থেকে ‘খেলনা পিস্তল’ কিনেছিল সে। বহরমপুরে(Berhampore Murder Update) কলেজ ছাত্রী সুতপা চৌধুরী খুনের পরে ১০দিন কেটে গিয়েছে। তারপরেও ঘটনা নিয়ে কৌতুহল কমছে না মালদহ থেকে বহরমপুরের মানুষদের। সুশান্তকে নিয়ে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত মালদহের বিভিন্ন জায়গায় যায় তদন্তকারী দলটি।
পুলিশের দাবি, ‘‘সুতপাকে প্রকাশ্যেই খুন করার ছক ছিল সুশান্তের। বাধা দেওয়ার আশঙ্কা করেই সঙ্গে খেলনা পিস্তলটি সে রেখেছিল। আর প্রকৃত আগ্নেয়াস্ত্রের মতো দেখতে হবে ভেবে অনলাইনে সে খেলনা পিস্তলটি(Toy Gun) কিনেছিল।’’
অন্যদিকে, ঘটনার ১০দিন পরে ছেলেকে দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবার। কথা তো দূর, পরিবারের কারও দিকে চোখ তুলে পর্যন্ত তাকায়নি সুশান্ত(Sushanta Chowdhury)। দিদা মেনকা চৌধুরীর আক্ষেপ, “নাতিকে কাছে পেয়েও জড়িয়ে ধরতে পারলাম না। সেও একবারও আমাদের দিকে চোখ তুলে পর্যন্ত দেখল না।”