মুর্শিদাবাদে সুতপা চৌধুরী হত্যাকাণ্ডে খুনি সুশান্ত চৌধুরীর ফাঁসির সাজা শুনিয়েছে। বৃহস্পতিবার বিচারক সন্তোষকুমার পাঠক চরম শাস্তির ঘোষণা করেন। আদালতে কক্ষে কাঁদতেও দেখা যায় সুশান্তকে। সেই সঙ্গে আদালতে তাঁর মুখে শোনা গেল দুটি বাক্য। সুশান্ত বলে ওঠেন, "সহানুভূতির খেলা হল। ন্যায়বিচার হল না।" আদালত থেকে বেরিয়েও কিছু বলেনি সুশান্ত। তবে মোটের উপর সুশান্ত শান্তই ছিলেন। সুতপা খুনের ১৫ মাসের মাথায় গত মঙ্গলবার তাঁকে দোষী সাব্যস্ত করে আদালত।
সুশান্তের ফাঁসির সাজা শোনার পর আদালতকক্ষে সুতপা, সুতপা মা, বলে কেঁদে ওঠেন বাবা স্বাধীন চৌধুরী। তাঁর হাহাকার সুশান্তের কান্নার সঙ্গে মিশে গিয়ে এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়। সম্পর্কের জটিলতায় এই নৃশংস হত্যাকাণ্ডের রায়ঘোষণার দিকে নজর ছিল গোটা রাজ্যের। সুতপার বাবা বলেন, এই ধরনের শাস্তি না পেলে দৃষ্টান্ত সম্ভব হত না।