বহরমপুরে খুন (Murshidabad murder) হওয়া ছাত্রী সুতপা চৌধুরী (Sutapa Chowdhury) এবং তাঁর মাকে নিয়মিত হুমকি দিত সুশান্ত , পুলিশকে জানালেন সুতপার বাবা-মা। শুধু সুতপাই নন, তাঁর মা পাপুলিও বাদ যেতেন না। অতিষ্ট হয়ে সুতপা প্রায়ই বাবা-মাকে বলতেন সুশান্তের বিরুদ্ধে পুলিশে নালিশ জানাতে, আক্ষেপ সুতপার বাবা স্বাধীন চৌধুরীর।
পেশায় স্কুল শিক্ষক স্বাধীন কিন্তু মেয়ের কথা মেনে তখনই পুলিশে যাননি। ভয় পেয়েছিলেন যে,সুশান্তের (Sushanta Chowdhury) বাবা যেহেতু পুলিশে কাজ করেন, জামিন পেয়ে সুশান্ত ফের এসে তাঁদের উপরে চড়াও হবে সে।
সুতপার খুনের সময় তার পরিবার মালদহের ইংরেজবাজার শহরের এয়ারভিউ কমপ্লেক্সের বাড়িতেই ছিল। পরে স্বাধীন পুলিশকে জানান, সুশান্ত ফোনে খুবই উত্ত্যক্ত করত তাঁর মেয়েকে এবং স্ত্রীকে। প্রাণে মারার হুমকি দিত।
মেয়ের খুনির ফাঁসি চায় সুশান্তর বাবা-মা। মেয়ের যে বন্ধু সব খবরাখবর সুশান্তকে দিত, তারও শাস্তি চান তাঁরা।