স্ত্রীর ওপর হামলা চালাতে দু’জনকে ব্যবহার করেছিল সে, পুলিশি জেরায় এমনটাই জানিয়েছে কেতুগ্রামের(Ketugram Crime News) শের মহম্মদ ওরফে সরিফুল। এক ঘনিষ্ঠের মধ্যস্থতায় শুধু মোটরবাইকের তেলের খরচ পেলেই, কাজ করতে রাজি হয় দু’জন হামলাকারী। সরকারি নার্সের চাকরি(Sarkari Jobs) পাওয়া রেণু যাতে তাকে ছেড়ে যেতে না পারেন, তাই হামলার ছক কষা হয় বলেও পুলিশকে জানায় অভিযুক্ত সরিফুল।
তবে শনিবার রাতে ওই হামলার সময়ে শের মহম্মদ ওরফে সরিফুলের সঙ্গে কতজন ছিল, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। ধৃতকে এদিন কাটোয়া আদালতে(Katwa District Court) তোলা হলে, ছ’দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়। জেলার পুলিশ সুপার কামনাশিস সেন বলেন, ‘‘মূল অভিযুক্ত গ্রেফতার হয়েছে। পুলিশ হেফাজতে জেরা করে কতজন তার সঙ্গে ছিল, জানা হবে।’’
আরও পড়ুন- Renu Khatun: রেণুকে ভালবাসতেন মক্কেল, তাই হাত কাটা অসম্ভব! দাবি শের মহম্মদের আইনজীবীর
কাটোয়া হাসপাতালে(Katwa Hospital) শারীরিক পরীক্ষার পরে, সরিফুলকে আদালতে তোলা হয়। জেরায় পুলিশের কাছে সে জানায়, রেণুকে বিয়ে করতে গিয়ে তার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়া শেষ হয়নি। ২০২১ সালে দুর্গাপুরে চাকরি পাওয়ার পরে, রেণুর ‘বিবাহ বহির্ভূত সম্পর্ক’ তৈরি হয়। তাই দম্পতির মধ্যে ‘অশান্তি’ বাড়তে থাকে। এর মধ্যে সরকারি নার্সের চাকরির(Ketugram Crime News) তালিকায় নাম ওঠে রেণুর। শের মহম্মদ ওরফে সরিফুল পুলিশকে জানায়, রেণু সরকারি চাকরি পেতেই অন্য জায়গায় চলে যাওয়ার ভয় দেখায়। এরপরেই নিজের এক ‘ঘনিষ্ঠের’ মদতে ‘হামলাকারীদের’ জোগাড় করে সে।