বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী সহ সাত বিজেপি বিধায়কের সাসপেনশন প্রত্যাহার করা হল। বিধানসভার বাজেট অধিবেশনে বিশৃঙ্খলার অভিযোগে শুভেন্দু অধিকারী-সহ সাত বিজেপি বিধায়ককে সাসপেন্ড(Suspension of BJP MLAs) করা হয়েছিল। যার প্রতিবাদে কয়েকদিন ধরে বিধানসভা চত্বরে ধরনায় বসেছিলেন ওই বিধায়করা। বৃহস্পতিবার সাসপেনশন প্রত্যাহার করার পর ধরনা তুলে নেন বিজেপি বিধায়করা। এরপরেই বিধানসভায় চত্বরে এসে সদ্য সাসপেনশনমুক্ত বিধায়কদের মিষ্টিমুখ করান বিজেপি সাংসদ দিলীপ ঘোষ(BJP MP Dilip Ghosh)। তাঁর কথায়, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করেছে বিজেপি(BJP West Bengal)। কিন্তু তাতেও কাজ না হওয়ায় আদালতের শণাপন্ন হতে হয়েছে বিজেপিকে।
বিধানসভার বাজেট অধিবেশনে হট্টগোল হয়েছিল। এমনকি, শাসক এবং বিরোধী বিধায়কদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। ওই ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু-সহ(Suvendu Adhiakri) ৭ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee)।
আরও পড়ুন- SSC scam: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে মধ্যশিক্ষা পর্ষদের অফিসে সিবিআই
সাসপেনশনের বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টেও(Calcutta High Court) যান বিজেপি বিধায়করা। শুনানিতে আদালত জানায়, বিধানসভার রীতি মেনে বিধায়কদের সাসপেনশনের বিষয়টির সুরাহা হোক। তারপর জোড়া প্রস্তাব নিয়ে বিধানসভায় যায় বিজেপি(BJP West Bengal)। এরপর আজ সেই সাসপেনশন প্রত্যাহার করা হল।