মেয়ের খুনির ফাঁসিই হোক, চেয়েছিলেন। বৃহস্পতিবার অপরাধীকে সেই ফাঁসির সাজাই শুনিয়েছেন বিচারক। কিন্তু তাতেও শান্তি পাচ্ছেন না বহরমপুরকাণ্ডে নিহত সুতপা চৌধুরীর (Sutapa Chowdhury Murder) মা পাপড়ি চৌধুরী। মেয়ে যা যন্ত্রণা পেয়েছে, তাতে ফাঁসিও অনেক কম শাস্তি, বললেন পাপড়ি দেবী।
গত বছর ২ মে ভরসন্ধ্যায় বহরমপুরের মেসের সামনে নিজের প্রাক্তন প্রেমিকের হাতে খুন হন বহরমপুরের গার্লস কলেজের ছাত্রী সুতপা। তাঁর শরীরে মোট ৪২টি আঘাতের চিহ্ন মিলেছিল। সেই নৃশংস ঘটনার মাত্র ১৫ মাসের মধ্যে বিচারপ্রক্রিয়া শেষ করে দোষী সাব্যস্ত হওয়া সুশান্তকে ফাঁসির সাজা শুনিয়েছে আদালত।
Sutapa Chowdhury Murder Case: ফাঁসির সাজা শুনিয়েছে আদালত, কী বললেন সুতপার প্রাক্তন প্রেমিক সুশান্ত!
গোটা ঘটনায় পুলিশ এবং বিচারব্যবস্থাকে কুর্নিশ জানিয়েছেন সুতপার মা-বাবা।।