আরজি কর কাণ্ড নিয়ে হাই কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। এরপরই রাজ্য সরকারের উপর ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকেই সরাসরি নিশানা করেছেন তিনি।
শুভেন্দু অধিকারী জানান, "অনেকেই জানেন পুলিশের কর্তারা ওই পরিবারকে ভয় দেখিয়ে বা অনেক কিছু দেওয়ার বিনিময়ে দোষীকে আড়াল করার চেষ্টা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সহানুভূতি জানালে ওই দিনই যেতেন। অ্যাকশন নিতে হলে সন্দীপ ঘোষকে সরানো হত। একের পর এক অপরাধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল ম্যানেজ করতে গিয়েছিলেন। আমাদের পিটিশনে যা পয়েন্ট ছিল, সেগুলি কোর্ট ১০০ শতাংশ গ্রহণ করে নিয়েছে। যাতে সিবিআইও এই কোর্টে শিথিলতা দেখাতে না পারে, তাই হাই কোর্ট নজরদারি করছে। আমার প্রথম দায়িত্ব ক্যাভিয়েট দাখিল করা, যাতে স্থগিতাদেশ না দিতে পারে।"
আরজি করের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছে বিজেপি। পাল্টা আক্রমণ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন, "আরজি করের মতো ঘটনা খুবই বিরল ও বেদনাদায়ক। কিন্তু সরকার নিজের ভূমিকা পালন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যা যা করার করেছেন। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়ে দিয়েছেন, সিবিআই তদন্তে তাঁর কোনও আপত্তি নেই। বিজেপি যদি এবার পদত্যাগ চায়, তা হলে বলতে হয় উন্নাওয়ে কী হয়েছিল! হাথরাসে কী হয়েছিল। প্রয়াগরাজে কী হয়েছিল! সম্প্রতি সাক্ষী মালিকদের যে অভিযোগ ছিল, তাতে কী হল! সেখানে কোনও মুখ্যমন্ত্রী বা বিজেপির কোনও নেতা কি পদত্যাগ করেছেন! উত্তরপ্রদেশে ধর্ষণ থেকে খুন। এরপর আত্মীয়কে খুন। তা হলে বাংলায় এসে কি বিজেপি নাটক করছে?"