২৪ ঘণ্টার মধ্যে দু’বার ঢিল। রাজ্যে শুরুতেই আক্রান্তের অভিযোগ বন্দে ভারত ঘিরে। বুধবার তা নিয়েই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নালিশ জানিয়ে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজভবন থেকে বেরিয়ে সুকান্তর আক্ষেপ এই ঘটনার পর আর কী রাজ্যকে বন্দে ভারত উপহার দেবে রেল? সুকান্তর এই আশঙ্কায় অবশ্য আমল দিচ্ছে না তৃণমূল কংগ্রেস।
সুকান্ত মজুমদারের কথায়, রেলের অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রীকে দেখে সাধারণ মানুষ ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিয়েছেন। তারই প্রতিশোধ হিসাবে হয়ত ট্রেন ভাঙা হচ্ছে। আরও দু’টো বন্দে ভারত আমাদের পাওয়ার কথা ছিল। তাই এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে তাহলে রেলও হয়ত ভাববে।”
Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টের
পাল্টা দিতে ছাড়েনি তৃণমূলও। এই প্রসঙ্গে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানান, রাজ্যে ভোট হয়েছে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে, তাই এসব বলে লাভ হবে না। তিনি আরও বযেন, বাংলাকে ভাগ করার চেষ্টা চলছে, যেই জায়গায় বিজেপির বিধায়করা জিতেছেন সেখানেই আক্রমণ হচ্ছে বলে দাবি তার।