'ডিসেম্বর-রাজনীতি' থেকে সরে এল বিজেপি(BJP West Bengal)। এতদিন ডিসেম্বর মাসে রাজ্যে পালাবদলের ইঙ্গিত দিলেও এবার হাজরার সভা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) জানান, ‘আগামী ১৩ জানুয়ারির মধ্যে ধেড়ে ইঁদুর ধরা পড়বে।’ তবে বিষয়টি খোলসা না করায় এখনও জল্পনা জিইয়ে রাখলেন রাজ্যের বিরোধী দলনেতা।
এদিন হাজরার সভা থেকে নাম না করে তৃণমূলকেSuvendu on TMC) আক্রমণ করেন শুভেন্দু। পাশাপাশি, তিনি আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা(CM Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও(Abhishek Banerjee)। তাঁর কথায়, 'বাবুসোনারা লেজ গুটিয়ে পালিয়েছেন।' উল্লেখ্য, হাজরার এদিনের সভায় ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও।
আরও পড়ুন- Partha Chatterjee on CBI: 'বৃহত্তর ষড়যন্ত্রের সংজ্ঞা কী?' ভরা আদালতে পার্থের প্রশ্নে হতভম্ভ সিবিআই
শুভেন্দুর(Suvendu Adhikari) দেওয়া তারিখের প্রথমদিনে এই সভা ঘিরে দিনভর চাপা উত্তেজনা ছিল। কারণ আগেই তিনি জানান, ১২, ১৪ এবং ২১ ডিসেম্বর ‘ধামাকা’ থাকবে। সেই রহস্য কীভাবে উন্মোচিত হয়, তা দেখার জন্য অপেক্ষায় ছিলেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কিন্তু সেই তারিখেই ফের নয়া ডেডলাইন বেঁধে দিলেন শুভেন্দু(Suvendu on TMC)। জানালেন, ‘‘১২ ডিসেম্বরটা ১৩ জানুয়ারি হবে। কিন্তু ১৪ ফেব্রুয়ারি হবে না।’’