হাই কোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার জন। এই নিয়ে প্রথম মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানালেন, সুপ্রিম কোর্টে যোগ্য প্রার্থীরা বিচার পাবেন। শুভেন্দু অধিকারীকে নিয়ে পাল্টা আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
এদিন পুরুলিয়ার বলরামপুরে জনসভা ছিল শুভেন্দু অধিকারীর। জনসভায় তিনি বলেন, "আপনারা দেখেছেন, যে কথা আমরা যা বলতাম, তৃণমূল চোর। হাই কোর্টও সেই কথা বলেছে। যাদের চাকরি গেছে, সেই যোগ্যদের প্রতি সহানুভূতি রেখে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই আপনাদের এই পরিণতি। হাই কোর্টকে স্কুল সার্ভিস কমিশনকে বলেছিল, অযোগ্য ও যোগ্যদের তালিকা দাও। যারা টাকা দিয়ে চাকরি কিনেছে, তাদের বাঁচাতে যোগ্যদের তালিকা দেয়নি। আশা করব, সুপ্রিম কোর্ট যোগ্যদের সহানুভূতির সঙ্গে বিচার করবে।"
শুভেন্দুকে পাল্টা আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "বিচারপতি বলেছেন সবার চাকরি বাতিল করে দেওয়া হবে। আর বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলছেন, আমরা সপ্তাহের শুরুতেই বোম ফাটাব। রায়টা কবে এসেছে? এটা কি কাকতালীয়! আমি এটুকু প্রশ্ন সাধারণ মানুষের কাছে রাখছি।"