এক বিজেপি নেতার মৃত্যু ঘিরে রণক্ষেত্র পূর্ব মেদিনীপুরের ময়না। বুধবার ১২ ঘন্টা পূর্ব মেদিনীপুর বনধের ডাক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পূর্ব মেদিনীপুরের তমলুক ও কাঁথি সাংগঠনিক জেলায় সকাল ১০টা থেকে বনধের ডাক দেন তিনি। শুধু তাই নয়, জেলার ১০০টি জায়গা অবরোধের ডাক দিয়েছে বিজেপি।
বিজেপির অভিযোগ, বাকচার বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইঞাকে খুন করেছে তৃণমূল। এই ঘটনার জেরে সোমবার রাত থেকেই উত্তেজনা ছড়ায় এলাকায়। রাতেই ওই কর্মীর মৃত্যুর প্রতিবাদে ময়না থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। মঙ্গলবার সকাল থেকে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে বিজেপি। টায়ার পোড়ানোর পাশাপাশি এলাকায় ভাঙচুর চলে বলেও অভিযোগ। এলাকায় মোতায়েন হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
আরও পড়ুন- Gold Price: মঙ্গলে অপরির্তিত সোনার দাম, বিয়ের মরশুমে খুশি ক্রেতারা, সামান্য দামবৃদ্ধি রুপোর