“সিঙ্গুরের আন্দোলন(Singur Movement) কোনও আন্দোলনই না।" বৃহস্পতিবার এভাবেই এককালের পরিবর্তনের আন্দোলনকে 'শিল্প তাড়ানোর আন্দোলন' বলে ব্যাখ্যা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। বৃহস্পতিবার বিজেপির ওবিসি মোর্চার কনভেনশনে এসে শুভেন্দু আরও বলেন, “কেউ কেউ বলতেন আমরা ২৩৫, ওরা ৩০। আমরা ঝান্ডা ছাড়া লড়াই করে নন্দীগ্রাম করেছিলাম। তারপর আর সেসব কেউ বলত না।”
নাম না করেই এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের(Ex CM Buddhadeb Bhattacharya) প্রসঙ্গ টেনে আনেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক(BJP MLA Nandigram)। তাঁর দাবি, কৃষক হত্যার প্রতিবাদে নন্দীগ্রামে আন্দোলন হয়। সেখানে তাঁরা সিপিআইএমকে(CPIM Lost in Nandigram) হারান বলেও দাবি করেন এই বিজেপি নেতা।
যদিও তাঁর এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তৃণমূলের দাবি, তাঁর এই মন্তব্য ‘নির্লজ্জতার চরম নমুনা’। কুণাল ঘোষের(Kunal Ghosh) পাল্টা প্রশ্ন, টাটার আন্দোলনের সময় দল ক্ষমতায় ছিল না। তাহলে শুভেন্দু কেন দল ছাড়ল না। এমনকি তাঁর সাংসদ-মন্ত্রী হওয়া নিয়েও খোঁচা দিয়েছে তৃণমূল(TMC on Suvendu)। পাশাপাশি, রাজ্যের শাসক দলের আরও দাবি, জমি আন্দোলন(Nandigram Land Movement) যে সঠিক, তার স্বীকৃতি দিয়েছে সুপ্রিম কোর্ট(Supreme Court)।
আরও পড়ুন- West Bengal Weather Update: বড়দিনে 'বড় চমক' বঙ্গে, বাড়তে পারে তাপমাত্রা, কুয়াশায় ঢাকবে জেলার আকাশ