রাজ্যে পঞ্চায়েত ভোটে কোনও অপ্রীতিকর ঘটনা নিয়ে অভিযোগ জানাতে সরাসরি ফোন করা যাবে কেন্দ্রীয় বাহিনীকে। শুক্রবার এমনটাই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, রাজ্যে ভোট করতে আসা ২২ কোম্পানির অফিসারদের নাম ও টেলিফোন নম্বরের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শুভেন্দুর দাবি, এরফলে বাহিনীর সঙ্গে জনগণের জনসংযোগ বাড়বে।
এদিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছেন, রাজ্যে পঞ্চায়েত ভোট করতে ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে। এরমধ্যে ২০০ কোম্পানি থাকবে কেন্দ্রীয় বাহিনী। এদিন শুভেন্দু জানিয়েছেন, যদি ভোটের সময় কোনও অশান্তি হয়, ভোটের আগে যদি প্রচারে বাধা দেওয়া হয়, কোনও প্রার্থীর উপর যদি আক্রমণ করা হয়, তাহলে তাঁরা সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন।
ইতিমধ্যে বাহিনী নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ২৭ জুন এই রিপোর্ট জমা দিতে হবে। ২৮ জুন এই মামলার শুনানি হবে।