কীভাবে আন্দোলন করতে হয়, তৃণমূলকে (TMC) দেখে শেখা উচিত। বিজেপি রাজ্য কর্মসমিতির বৈঠকে এমনই বক্তব্য শোনা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গলায়।
শুক্রবার দুর্গাপুরে বিজেপির (BJP) কর্মসমিতির বৈঠক শুরু হয়েছে। সূত্রের খবর, কীভাবে শূন্য থেকে শীর্ষে উঠে এসেছে তৃণমূল, তা দলীয় বৈঠকে ব্যাখ্যা করেছেন শুভেন্দু অধিকারী। শুধু তৃণমূল নয়, সিপিএমের বিভিন্ন আন্দোলন দেখেও গেরুয়া শিবিরের শেখা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার দুর্গাপুরে রাজ্য পদাধিকারীরা বৈঠকে বসেন। সেখানেই পরিষদীয় নেতা হিসেবে আমন্ত্রিত ছিলেন শুভেন্দু। শনিবার কর্মসমিতির সব সদস্য ও জেলা সভাপতিদের নিয়ে বৈঠক চলছে। এই বৈঠক থেকেই আগামী তিন মাসের রাজনৈতিক গতিপথ তৈরি হবে রাজ্য বিজেপির।
আরও পড়ুন: রবি ও সোম লাইনে কাজ, হাওড়া লাইনে যাত্রী পরিষেবা বিঘ্ন হওয়ার আশঙ্কা
শুক্রবার বৈঠকে ছিলেন কেন্দ্রের চার নেতাও। ছিলেন সুনীল বনশল, মঙ্গল পান্ডে, অমিত মালবীয় ও আশা লাকড়া। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষও ছিলেন। সংগঠনকে মজবুত করতে কী কী করা উচিত, তা নিয়ে বক্তব্য রাখেন বিজেপি নেতারা।