রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগ নিয়ে সরকারের ডাকা বৈঠক ফের এড়ালেন শুভেন্দু অধিকারী। বুধবার বৈঠকের কিছু আগেই টুইট করে মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে না যাওয়ার কথা জানান রাজ্যের বিরোধী দলনেতা। টুইটে শুভেন্দু লেখেন, তিনি রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগের জন্য ডাকা বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ প্রত্যাখান করেছেন। একইসঙ্গে তাঁর অভিযোগ, ওই পদে পূর্বনির্ধারিত প্রার্থীকে অনুমোদন করা হয়েছে। শুধু তাই নয়, এই বৈঠককে ‘প্রহসনমূলক প্রক্রিয়া’ বলে মন্তব্য শুভেন্দুর। ইতিমধ্যেই এই বিষয়ে রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিবকে পাঠানো চিঠি টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।
প্রোটোকল অনুযায়ী, বুধবার বিধানসভায় এই বৈঠক বসেছে। গত ছ’মাসেরও বেশি সময় ধরে এই পদটি খালি পড়ে রয়েছে। চলতি বছর ১৫ জন এই পদে আবেদন করলেও বয়সজনিত কারণে বাদ পড়েন ৪ জন। বাকি ১১ জনের মধ্যে এক জনকে বাছাই করা হবে। আর সেই বাছাইকরণের জন্যই বৈঠক ডাকা হয়েছে মুখ্যমন্ত্রীর ঘরে।
আরও পড়ুন-
২০২২ সালের ২৫ নভেম্বর মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন রাজ্যের বিরোধী দলনেতা। সেখানে কিছুক্ষণ কথাবার্তাও হয় দু’জনের। তার ৬ মাসের মধ্যেই ফের মুখোমুখি হওয়ার সম্ভাবনায় এদিন নিজেই জল ঢেলে দেন শুভেন্দু।