Suvendu Adhikari : BJP নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের বিরুদ্ধে থানায় শুভেন্দু

Updated : Jul 23, 2023 10:23
|
Editorji News Desk

প্রাণ সংশয় রয়েছে বিজেপি নেতাদের । এমনই দাবি তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । 

সম্প্রতি, ২১ জুলাই তৃণমূল সুপ্রিমো ও অভিষেকের ভাষণের প্রেক্ষিতেই অভিযোগ দায়ের করেন শুভেন্দু । এই কর্মসূচিকে ‘উস্কানিমূলক’ বলে দাবি বিজেপি নেতার । তাঁর কথায়, আক্রান্ত হতে পারেন বিজেপি নেতারা । নিরাপত্তাহীণতায় ভুগছেন তাঁরা ।

২১ জুলাইয়ের সমাবেশ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ঘোষণা করেন, আগামী ৫ অগস্ট বিজেপি নেতাদের বাড়ি গণঘেরাও করা হবে । মমতা বন্দ্যোপাধ্যায় সেই কর্মসূচিতে সামান্য কিছু পরিবর্তন এনে তাতে সায় দেন ।

আরও পড়ুন, Malda News : মালদহের ঘটনার তীব্র নিন্দা জাতীয় মহিলা কমিশনের, ঘটনাস্থলে যাবে দল, জানালেন প্রধান রেখা শর্মা
 

তাঁদের দু'জনের বক্তব্যের প্রেক্ষিতে, শুভেন্দু শনিবার হেয়ার স্ট্রিট থানায় যান । সেখানে লিখিত অভিযোগপত্র জমা দেন । সেখানে তিনি দাবি করেন, তৃণমূলের ওই কর্মসূচিতে বিজেপি নেতাদের প্রাণ সংশয় হতে পারে । সেই তালিকায় তিনি আছেন ।

শুভেন্দু তাঁর লিখিত অভিযোগে মমতা ও অভিষেকের বক্তৃতার অংশ তুলে ধরেন। তাঁর দাবি, এতে হিংসা ছড়াতে পারে। অশান্তির পরিবেশ তৈরি হতে পারে । রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়তে পারে । দ্রুত, মমতা ও অভিষেকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি । উল্লেখ্য, সোমবারই দিল্লি যেতে পারেন শুভেন্দু । 'গণঘেরাও'-এর কর্মসূটি নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক হতে পারে তাঁদের ।

সেদিন ঠিক কী বলেছিলেন অভিষেক ও মমতা ?

২১ জুলাইয়ের মঞ্চ থেকে 'দিল্লি চলো'-র ডাক দেন অভিষেক । এরপরই ঘোষণা করেন, 'আগামী ৫ অগস্ট বুথে বুথে বিজেপি নেতাদের বাড়ি গণঘেরাও করুন । তবে শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে । সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করে রাখবেন! একদম গণঘেরাও! বাড়ির কেউ বয়স্ক থাকলে তাঁকে ছেড়ে দেবেন। আর কাউকে ঢুকতেও দেবেন না, বেরোতেও দেবেন না।'

অভিষেকের ঘোষিত কর্মসূচিতে সায় দিলেও তাতে কিছু বদল আনেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "বুথে নয়, প্রতি ব্লকে বিজেপি নেতাদের বাড়ি থেকে অন্তত ১০০ মিটার দূরে এই কর্মসূচি পালন করতে হবে।" এরপরই সরব হয় বিজেপি ।

BJP

Recommended For You

editorji | লোকাল

Local Train Cancel : সামনেই নতুন বছর, এই আবহে হাওড়া শাখায় বাতিল ৬০টি ট্রেন, ৩২ দিন বন্ধ পরিষেবা

editorji | লোকাল

Memary News : কী ছিল গোয়াল ঘরে ? গাঁজার সঙ্গেই মিলল টাকা, মেমারিতে চাঞ্চল্য

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Tarapith Mandir: তারাপীঠ মন্দির দর্শনের নতুন নিয়ম চালু, না জানলে বিপদে পড়বেন আপনি