ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের রাজভবনে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ । এবার এই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । শুক্রবার দুপুট ২টো নাগাদ মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।
উল্লেখ্য, বৃহস্পতিবার ভোট পরবর্তী হিংসা-য় 'আক্রান্ত'-দের নিয়ে রাজভবনে যাওয়ার কথা ছিল শুভেন্দুর । কিন্তু, তাঁর অভিযোগ, রাজ্যপালের অনুমতি সত্ত্বেও পুলিশ তাঁদের রাজভবনে ঢুকতে বাধা দিয়েছে । আইনি পদক্ষেপের হুঁশিয়ারি তিনি আগেই দিয়েছিলেন । শুক্রবার সকালেই এই ইস্যুতে শুভেন্দু হাইকোর্টের দ্বারস্থ হলে মামলার অনুমতি দেন বিচারপতি অমৃতা সিনহা রায় ।
BJP-র অভিযোগ, নির্বাচন মিটতেই রাজ্যের একাধিক জেলায় তাদের কর্মী ও সমর্থকদের উপর হামলা চালাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘর-বাড়ি ভেঙে দেওয়ার পাশাপাশি বেধড়ক মারধর করারও অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। বৃহস্পতিবারই ভোট পরবর্তী হিংসায় আহতদের নিয়ে রাজভবনে যাওয়ার চেষ্টা করেছিলেন বিরোধী দলনেতা। কিন্তু তাঁকে আটকে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এর পরেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন শুভেন্দু। আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি ।