আবারও দুর্ঘটনার কবলে পড়ল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ি। সোমবার পূর্ব মেদিনীপুরের বেতালিয়া থানার মারিশদা এলাকায় শুভেন্দুর কনভয়ের একটি গাড়ি দুর্ঘটনায় পড়ে। শুভেন্দুর গাড়ি অবশ্য কনভয়ের মাঝের দিকে ছিল। এই দুর্ঘটনার কোনও প্রভাব তাঁর গাড়িতে পড়েনি।
জানা গিয়েছে, সোমবার বিকেল ৫টা ২০ নাগাদ বেতালিয়া থানার মারিশদা এলাকায় ১১৬ বি জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে শুভেন্দুর কনভয়ের গাড়িটি। শুভেন্দু কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন। এই সময় উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে ধাক্কা লাগে কনভয়ের একটি গাড়ির। ওই গাড়িটি কনভয়ের পিছনের দিকে ছিল। গাড়িটিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। দুর্ঘটনার জেরে গাড়িটির চাকা ভেঙে যায়। জখম হন চালকও। রাস্তায় যানজটও দেখা দেয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
আরও পড়ুন- SSC Recruitment Scam: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের সিবিআই হেফাজতে শান্তি-অশোক, মিলল না জামিন
উল্লেখ্য, ১ জুলাই এই মারিশদাতেই দুর্ঘটনার কবলে পড়ে শুভেন্দুর কনভয়ের একটি গাড়ি। সে বার কনভয়ের সামনের দিকে থাকা গাড়িটির সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে। তার জেরে ওই গাড়িটির সামনের অংশ কিছুটা দুমড়ে যায়। সোমবারের দুর্ঘটনাস্থল ওই এলাকা থেকে সামান্য দূরে।