মহারাষ্ট্র বিতর্কে নয়া মাত্রা যোগ শুভেন্দু অধিকারীর। সোমবার কোচবিহার এবং আলিপুরদুয়ারের ফালাকাটার দু’টি সভা থেকেই শুভেন্দু জানান, “সবে মহারাষ্ট্র দিয়ে শুরু হয়েছে। এবারে ঝাড়খণ্ড, রাজস্থান হবে। এই রাজ্যেও ২০২৬ পর্যন্ত অপেক্ষা করতে হবে না। ২০২৪ সালেই এই সরকারকে বিসর্জন দেব আমরা।” তবে তৃণমূলের পাল্টা চ্যালেঞ্জ, বাংলায় বিজেপি উচিত শিক্ষা পেয়েছে। ২০২৪-এ বাকিটাও পেয়ে যাবে।
সম্প্রতি রাজ্যপালের সঙ্গে এক সাক্ষাতের পরে শুভেন্দু প্রথম ২০২৪ সালে সরকার পতনের ভবিষ্যদ্বাণী করেন। তার পর একাধিক বার প্রসঙ্গটি তাঁর মুখে এসেছে। সোমবার তিনি এই প্রসঙ্গে আরও তিন বিরোধীশাসিত রাজ্যকে জুড়ে দেওয়ায় প্রশ্ন উঠেছে, তা হলে কি বিরোধী সরকারে টানাপড়েন তৈরির পিছনে নিজের দলের হাত রয়েছে বলে শুভেন্দু কার্যত মেনে নিলেন?
মহারাষ্ট্রে শিবসেনা সরকারের সঙ্কট নিয়ে বিজেপির অনেক প্রথম সারির নেতাই জানিয়েছেন, বিষয়টি নিয়ে তাঁরা কিছু জানেন না। এটা শিবসেনার অভ্যন্তরীণ বিষয়। শুভেন্দু কিন্তু এ দিন দাবি করেন, মহারাষ্ট্রের বিক্ষুব্ধ শিবসেনা বিধায়কেরা বিজেপির সঙ্গে রয়েছেন।
উল্লেখ্য, রাজস্থানে ২০২৩ সালে বিধানসভা ভোট আর ঝাড়খণ্ডে ২০২৪ সালে। কিন্তু পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট ২০২৬ সালে। সেখানে শুভেন্দু ২০২৪ সালে সরকার পতনের দাবি করছেন বারবার।