ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির পাশে দাঁড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নৌশাদ সিদ্দিকির জন্য রাস্তায় নেমে আন্দোলনের কথা জানালেন শুভেন্দু।
সাগরদিঘি উপনির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূলকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, "নৌশাদের জন্য রাস্তায় নেমে আন্দোলন করতে হবে।" নৌশাদের গ্রেফতারির পর রাজ্য বিজেপির সংখ্যালঘু সেলের প্রতিনিধিরা মুক্তির দাবিতে পথে নামেন। পাশাপাশি আইএসএফ-কেও বার্তা দেন শুভেন্দু অধিকারী। জানান, নৌশাদ ভাইয়ের জন্য আন্দোলনটা করতে হবে।
আরও পড়ুন: নিজস্ব এজেন্টদের মাধ্যমে টাকা তুলতেন কুন্তল, হদিশ মিলল ৮ কোটি টাকার
শুধু নৌশাদ সিদ্দিকি নন, আনিস খানের কথাও উল্লেখ করেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, বগটুই থেকে আনিস খানের মৃত্যু, সরকার যা করেছে, তা অনেকেই বুঝে গিয়েছে। উল্লেখ্য গত ২১ জানুয়ারি গ্রেফতার করা হয় আইএসএফ বিধায়ক নৌশাদকে। একের পর এক মামলায় হেফাজতে আছেন তিনি।