নেতাজীর(Netaji Subhash Chandra Bose) জন্মদিন উপলক্ষ্যে ২৩ জানুয়ারি 'জাতীয় ছুটি' ঘোষণার দাবি তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shuvendu Adhikari)। রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক(BJP MLA) জানান, মুখ্যমন্ত্রীর উচিত বিতর্কের ঊর্ধ্বে উঠে দেশবাসীকে নেতাজীর(Netaji) আদর্শ সম্পর্কে সচেতন করা। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভারতবাসীদের নেতাজীর দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ করা উচিত মুখ্যমন্ত্রীর।'
তার পাশাপাশি শুভেন্দু অধিকারী(Shuvendu Adhikari) আরও বলেন, গোটা রাজ্যকেই ছুটিতে পাঠিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। স্কুল বন্ধ, কলেজ বন্ধ; নবান্নে প্রশাসনিক কাজকর্মও প্রায় বন্ধের মুখে। তুই মুখ্যমন্ত্রীর মনের কথায় ফুটে উঠেছে তাঁর করা টুইটে।
আরও পড়ুন- Goa TMC Star Campaigners: গোয়ায় নির্বাচনী প্রচারে মুখ মমতা, রবিবার গোয়া যাবেন অভিষেক
২৩শে জানুয়ারি উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর 'জাতীয় ছুটি' চাওয়ার প্রসঙ্গে শুভেন্দু অধিকারী(Shuvendu Adhikari) জানান, মুখ্যমন্ত্রীর ছুটি চাওয়ার জন্যই ছুটি চাইছেন। এর পেছনে আর অন্য কোনও কারণ নেই।
এর পাশাপাশি ট্যাবলো প্রসঙ্গেও রাজ্যকে একহাত নেন শুভেন্দু অধিকারী(Shuvendu Adhikari)। তিনি জানান প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ভারতের জাতীয় পতাকা, অশোক স্তম্ভ এবং সুভাষচন্দ্র বসুর ছবি থাকবে। শুধু থাকবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) মুখ। তাতেই তৃণমূলের(TMC) মূল সমস্যা বলে জানান রাজ্যের বিরোধী দলনেতা।